কুলাউড়ায় শিশু ধর্ষনের ঘটনায় মামা ও ভন্ড কবিরাজ আটক

বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর চা বাগানে কবিরাজি চিকিৎসা সেবা দেয়ার নাম করে ভিকটিমের মামাকে বেঁধে ভাগ্নিকে ধর্ষনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভিকটিমের ওই মামা পঞ্চম ভাউড়ি (৪৫) ও কথিত ওই কবিরাজ কামাল আহমদ আশিক (৬০)-কে আটক করেছে থানা পুলিশ। ভন্ড কবিরাজ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার শাপলাবাগ এলাকার মৃত তেরাগ আলীর ছেলে।

শনিবার রাত ৮টায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার শাপলাবাগ এলাকা থেকে ভন্ড কবিরাজ কামাল এবং গত ১২ জুলাই কুলাউড়া উপজেলার চাতলাপুর চা বাগান থেকে শিশুটির মামা পঞ্চম ভাউড়িকে আটক করেন কুলাউড়া থানার এসআই মো. জহিরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ।

এরআগে গত ১১ জুলাই ভিকটিমের বাবা চাতলাপুর চা বাগানের শ্রমিক নিজে বাদী হয়ে শিশুটির মামা ও প্রতারক কবিরাজকে আসামি করে কুলাউড়া থানায় একটি ধর্ষন মামলা (মামলা নং- ১১) দায়ের করেন। মামলা দায়েরের পর উভয় আসামীকে আটক করেছে থানা পুলিশ।

উল্লেখ্য, গত বুধবার (৫ জুলাই) সন্ধ্যায় কুলাউড়া উপজেলার চাতলাপুর চা বাগানে কবিরাজি চিকিৎসা সেবা দেয়ার নাম করে স্থানীয় এক চা শ্রমিক কন্যা শিশুকে ধর্ষণ করে প্রতারক কবিরাজ। সারারাত শিশুটির খোঁজ না পেলেও বৃহস্পতিবার (৬ জুলাই) ভোর ৬টায় পার্শ্ববর্তী শমশেরনগর চা বাগানের একটি চা প্লান্টেশন এলাকা থেকে নির্যাতিতা শিশুকে উদ্ধার করে স্থানীয়রা। পরে চা বাগান হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে অবস্থার অবনতি হলে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

জানা যায়, শিশুটির তাৎক্ষনিক চিকিসার জন্য চা বাগানের প¬ান্টেশন এলাকায় ভৈরবথলী (পূজার স্থান) নিতে হবে বললে প্রতারকের কথায় চা শ্রমিক পরিবার তাকে সাথে দিয়ে দেয়। তবে মেয়েটির সাথে তার মামাকেও দেওয়া হয়। প্রতারক সু-কৌশলে শিশু ও তার মামাকে সাথে নিয়ে ক্রমান্বয়ে চা বাগানের বেশ গভীরে প্রবেশ করে।

কিছুক্ষণ পর কবিরাজ পরিচয়দানকারী প্রতারক শিশুটিকে ও তার মামাকে দু’টি জুস খেতে দেয়। জুস খেয়ে শিশু ও তার মামার ঘুম আসতে শুরু করলে প্রতারক কবিরাজ ভিকটিমের মামাকে মাথায় আঘাত করে আহত করে। এসময়  শিশুটির ওড়না দিয়ে হাত বেঁধে ওইস্থান থেকে পার্শ্ববর্তী শমশেরনগর চা বাগানের একটি প¬ান্টেশন এলাকায় নিয়ে রাতে ধর্ষণ করে ফেলে পালিয়ে যায়।

সন্ধ্যার পর শিশুটি ও তার মামা ফিরছে না দেখে তাদের পরিবারের লোকজন ও চা শ্রমিকরা চাতলাপুর চা বাগানের বিভিন্ন প¬ান্টেশন এলাকায় খোঁজাখোঁজি করে একটি স্থান থেকে আহতাবস্থায় মামাকে উদ্ধার করে। একপর্যায়ে ভোর ৬টায় চা শ্রমিকরা পার্শ্ববর্তী শমশেরনগর চা বাগানের একটি প¬ান্টেশন এলাকা থেকে গুরুতর আহতবস্থায় অবস্থায় নির্যাতিতা শিশুটিকে পাওয়া যায়। তাকে উদ্ধার করে প্রথমে ক্যামেরিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে প্রাথমিক সেবা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে দুপুরে তাকে দ্রুত মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

শিশুটির মা বলেন, তার মেয়েটি বেশ কিছুদিন ধরে নানা রোগে ভোগছিল। বুধবার বিকালে কবিরাজ পরিচয় দিয়ে এক ব্যক্তি তাদের ঘরে আসলে মেয়ের উন্নতির কথা ভেবে প্রতারক কবিরাজের কথায় রাজি হয়ে চিকিৎসা সেবা দিতে তার সাথে চা বাগানের প¬ান্টেশন এলাকায় পাঠান। এরপর এই দুর্ঘটনা ঘটে।

মামা ও ভন্ড কবিরাজকে আটকের সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার এসআই জহিরুল ইসলাম জানান, পরিবারের দাবি প্রতারক কবিরাজের সাথে মামা জড়িত। তাই পঞ্চম বাউড়ীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে ওই কবিরাজের মোবাইল ফোনের নাম্বার ট্রাকিং করে আমরা তার অবস্থান নিশ্চিত করি। গত ২২ জুরাই সন্ধ্যায় এক বিশেষ অভিযানে শ্রীমঙ্গল উপজেলার শাপলাবাগ এলাকা থেকে কামাল আহমেদ আশিক (ভন্ড কবিরাজ)-কে আটক করা হয়েছে। তার নামে শ্রীমঙ্গল থানায় পকেটমারের মামলা আছে।

Post a Comment

Previous Post Next Post