জার্মানিতে ভয়াবহ বাস দুর্ঘটনা : ১৮ জনের প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্কঃ জার্মানির দক্ষিণাঞ্চলে সোমবার পর্যটকবাহী বাস দুর্ঘটনায় অন্তত ১৮ জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এছাড়া বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটিতে আগুন ধরে যায়। তবে ৩০ জন যাত্রী বাস থেকে বের হয়ে আসতে সক্ষম হন বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।

জার্মানির নর্থ বেভারিয়ার স্ট্যামবাচের কাছে একটি লরি সঙ্গে বাসের সরাসরি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। তবে

পুলিশের মুখপাত্র জুয়েরগেন স্ট্যাটার স্থানীয় নিউজ চ্যানেল এনটিভিকে বলেন, বাসটির ১৮ আরোহীর বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। বাসটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

গাড়িটিতে ৪৬ জন যাত্রী ও ২ জন চালক ছিলেন। বাসটি ট্যুরিস্টরা জার্মানির স্যাক্সনি থেকে এসেছিলেন।

সূত্র: বিবিসি

Post a Comment

Previous Post Next Post