অনলাইন ডেস্কঃ ফরিদপুরের মধুখালীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজন হয়েছে। এতে আহত হয়েছেন আরও তিনজন। অাহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার রাত পৌনে ১১টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল অামিন বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালীর কাজীর রাস্তা নামক স্থানে ঢাকাগামী একটি পরিবহনের সঙ্গে যশোরগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।