১ মিনিটে ৩.২৫ মিলিয়ন ফলোয়ার!


বিশেষ প্রতিবেদকঃভারতের সদ্য সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জীর টুইটারের সব টুইট সংরক্ষণ করা হয়েছে। নতুন প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের জন্য গতকাল মঙ্গলবার নতুন টুইটার অ্যাকাউন্ট খোলা হয়েছে। এক মিনিটের মাথায় কোবিন্দের অনুসারীর সংখ্যা দাঁড়ায় ৩.২৫ মিলিয়নে। তবে কোবিন্দ এখন পর্যন্ত টুইটারেই একজনকেই অনুসরণ করছেন। তিনি কোবিন্দের পূর্বসূরী প্রেসিডেন্ট প্রণব মুখার্জী। বুধবার দুপুর পর্যন্ত কোবিন্দর অনুসারীর সংখ্যা ৩.৩২ মিলিয়ন। টুইটারে কোবিন্দের প্রথম টুইট, 'ভারতের ১৪তম প্রেসিডেন্ট হয়ে আমি গর্বিত। আমার ওপর অর্পিত দায়িত্ব বিনয়ের সঙ্গে পালন করবো। # প্রেসিডেন্ট কোবিন্দ। '

Post a Comment

Previous Post Next Post