কঠোর নিরাপত্তায় সিলেটে উল্টো রথযাত্রা সম্পন্ন

অনলাইন ডেস্কঃ কঠোর নিরাপত্তায় উল্টো রথের মধ্যদিয়ে সিলেটে সমাপ্ত হলো সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা।

মঙ্গলবার (৩ জুলাই) বিকেলে হাজারো ভক্ত ও পুণ্যার্থীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যেই শেষ হয়েছে উল্টো রথযাত্রার আয়োজন।

গত ২৫ জুন উৎসবমুখর আর ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশের মধ্যদিয়ে শুরু হয় শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা।

এ বছর বরাবরের মতোই পুলিশী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং পর্যাপ্ত পুলিশ সদস্যের উপস্থিতিতে উল্টো রথযাত্রা সম্পন্ন হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জেদান আল মুসা জানান, উল্টো রথযাত্রার সময় নগরীতে নিরাপত্তা নিশ্চিত করার জন্য ৫০০ পুলিশ সদস্য পোশাকে ও সাদা পোশাকে মোতায়েন করা ছিল।

এছাড়াও রথযাত্রার নিরাপত্তার জন্য ৪০ জন্য র‌্যাব সদস্য পোশাকে ও সাদা পোশাকে ৪০ এরও বেশি র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছিলো বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার বিমল চন্দ্র কর্মকার।

এদিকে, রথযাত্রা উপলক্ষ্যে সিলেট নগরীর রিকাবিবাজার এলাকায় সাত দিন ব্যাপী চলে আসছে রথমেলা। তবে রথ শেষ হয়ে গেলেও রয়ে গেছে মেলা।

প্রতিবছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা এ উৎসব পালন করে থাকেন।

সনাতন ধর্ম মতে, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না।

কথিত আছে, আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শ্রী শ্রী জগন্নাথ দেব, তার ভাই শ্রী শ্রী বলভদ্র (বলরাম) ও বোন শ্রী শ্রী সুভদ্রাকে সঙ্গে নিয়ে পুরীধামের মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে যান।

সেখানে নয়দিন অবস্থানের পর আবার পুরীধামে ফিরে আসেন। পুরীধামে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রার মাধ্যমেই যুগযুগ ধরে চলে আসছে এই উৎসব।

Post a Comment

Previous Post Next Post