বিশ্বনাথে দিনদুপুরে অস্ত্রের মুখে প্রবাসীর স্ত্রীর ৭০ হাজার টাকা ছিনতাই


অনলাইন ডেস্কঃসিলেটের বিশ্বনাথে দিন-দুপুরে যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্র দেখিয়ে মেহেরজান বেগম (৩০) নামের এক নারীর ৭০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে ওই ছিনতাইকারীরা। বৃহস্পতিবার (২৭জুলাই) বিকেল ৪টার দিকে নিজ গ্রাম বিলপার যাবার পথে বিশ্বনাথ-রামপাশা সড়কের বিশ্বনাথেরগাঁও নামক স্থানে গেলে ছিনতাইয়ের শিকার হন তিনি। মেহেরজান বেগম উপজেলার বিলপার গ্রামের সৌদী প্রবাসী কছির আলীর স্ত্রী। প্যত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার ৩টারদিকে বিশ্বনাথ পুরনো বাজারের ব্যাংকের একটি শাখা থেকে ৭০ হাজার টাকা উত্তোলন করেন। কাজ শেষে বিকেল ৪টার দিকে বাড়ি ফেরার উদ্যেশ্যে বিশ্বনাথ নতুনবাজর থেকে যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিক্সায় উঠেন। বিশ্বনাথ নতুন বাজার থেকে বিশ্বনাথেরগাঁও নামকস্থানে গিয়ে ছিনতাইয়ের কবলে পড়েন যাত্রীরা। এসময় একটি মোটরসাইকেলে ২জন ছিনতাইকারী অটোরিকশা আটকিয়ে মেহেরজানের কাছ থেকে নগদ ৭০হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে প্রকাশ্যে হাতে দা উঁচিয়ে ছিনতাইকারীরা বিশ্বনাথ নতুন বাজারের দিকে গেলে ছিনতাইকারী দু’জনকে আটকাতে ধাওয়া করেও ব্যর্থ হন ব্যবসায়ীরা। বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এব্যাপারে ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।

Post a Comment

Previous Post Next Post