নিউজ ডেস্কঃ ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট মহানগর যুবলীগের বিভিন্ন কর্মসুচী ঘোষনা করা হয়েছে।
কর্মসুচীর মধ্যে রয়েছে- আগস্ট এর প্রথম প্রহরে রাত ১২:০১ মিনিটের সময় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে মোমবাতি প্রজ্জলন। ১৫ ই আগস্ট সকাল ১০ টার সময় জাতির পিতার প্রতিকৃতিতে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হবে। ঐ দিন দরগাহে হযরত শাহজালাল (র) মাজারে বাদ জুম্মা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এতে সিলেট মহানগর যুবলীগের কার্যকরী কমিটির সকল সদস্য ও ওয়ার্ড যুবলীগের সকল নেতা কর্মীদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন সিলেট মহানগর যুবলীগের আলম খান মুক্তি, যুগ্ম আহবায়ক মুশফিক জায়গীরদার ও সেলিম আহমদ সেলিম।