অনলাইন ডেস্কঃ
চীনের মধ্য ও দক্ষিণাঞ্চলের ১১টি প্রদেশে গত ২৯ জুন থেকে ভারী বর্ষণ চলছে।
আর এ ভারী বর্ষণে এ পর্যন্ত ৫৬ জনের মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত নিখোঁজ
রয়েছেন অন্তত ২২ জন নাগরিক।
চীনা গণমাধ্যম সিনহুয়া মঙ্গলবার বেসামরিক মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয়ের
এক বিবৃতিতে বলা হয়, বন্যায় মোট ২৭ হাজার বাড়িঘর ধসে পড়েছে এবং ৩৭ হাজার
বাড়িঘরের ক্ষতি হয়েছে। জেজিয়াং, আহুই, জিয়ানঝি, হুবেই, হুনান, গুয়াংডং,
চোংকিং, সিচুয়ান, গুইঝৌ, ইউনান ও গুয়াংজি ঝুয়াং প্রদেশে প্রবল বর্ষণের
সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে।
প্রাকৃতিক
এই দুর্যোগে প্রায় ৭ লাখ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে, এবং ২৫২৭ কোটি ইউয়ান
(৩৭২ কোটি মার্কিন ডলার) ক্ষতি হয়েছে। এদিকে দেশটির ২০টি প্রদেশে
দুর্গতদের ত্রাণ সহায়তার জন্য কেন্দ্র সরকার ১৮৮ কোটি ইউয়ান বরাদ্দ দিয়েছে
বলে জানানো হয়। সূত্র: চ্যানেল নিউজ এশিয়া ডটকম