অনলাইন ডেস্কঃ দুযোর্গপূর্ণ আবহাওয়ার কারণে সোমবার বেলা সাড়ে ১১টা থেকে টানা ২১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে পুনরায় লঞ্চ চলচল শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।
বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালক (ট্রাফিক) ফরিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন ।
তিনি জানান, টানা বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে নদীতে ঢেউয়ের সৃষ্টি হয়। এতে লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। ফলে দুর্ঘটনা এড়াতে সোমবার বেলা সাড়ে ১১টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকে। সকাল থেকে বৃষ্টি না হওয়ায় পদ্মা নদী শান্ত রয়েছে।