দ্বিতীয় দফায় গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত অবৈধ : হাইকোর্টে রায়

দ্বিতীয় দফায় গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত অবৈধ : হাইকোর্টে রায়
অনলাইন ডেস্কঃ তিন মাসের মধ্যে দ্বিতীয় দফায় গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত অবৈধ বলে ঘোষণা করেছেন হাইকোর্ট। গ্যাসের দ্বিতীয় দফা মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে একটি রিটের শুনানি শেষে রবিবার হাইকোর্টের একটি বেঞ্চ এই আদেশ দেয়। পাশাপাশি আগামী আগস্ট থেকে এ রায় কার্যকর করতে বিজ্ঞাপ্তি দিতে সরকারের প্রতি নির্দেশ দিয়েছেন আদালত। এখন থেকে বাসাবাড়ীতে একচুলার জন্য ৭৫০ টাকা দুই চুলার জন্য ৮০০ টাকা করে বিল পরিশোধ করতে হবে। গত জুন মাসে যেটি বৃদ্ধি করে ৭৫০ ও ৯৫০ টাকা করা হয়েছিল। তবে বিগত দুই মাসে গ্রাহকদের কাছ থেকে বেশি আদায় করা অর্থ গ্রাহককে ফেরত দিতে হবে না। এ বিষয়ে দায়ের করা রিটের শুনানী করে রায় বিকালে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রিট আবেদনের পক্ষে আদালতে শুনানি করেছেন ছিলেন সুব্রত চৌধুরী ও মোহাম্মদ সাইফুল ইসলাম। গত ২৩ ফেব্রুয়ারি এনার্জি রেগুলেটরি কমিশনের পক্ষ থেকে দুই ধাপে মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের কথা জানিয়ে বিজ্ঞপ্তি দেয়া হয়। সে অনুযায়ী গত ১ মার্চ থেকে প্রথম দফা এবং ১ জুন থেকে দ্বিতীয় দফায় মূল্যবৃদ্ধি কার্যকর করার কথা জানানো হয়। বিইআরসির ঘোষণা অনুযায়ী, মার্চ মাস থেকে প্রতি চুলা গ্যাসের দাম ছিল ৭৫০ টাকা, যা জুনে বেড়ে গিয়ে দাঁড়ায় ৯০০ টাকা। মার্চ থেকে দুই চুলা গ্যাসের দাম ৮০০ টাকা, যা জুনে গিয়ে দাঁড়ায় ৯৫০ টাকায়। অন্যদিকে মার্চ থেকে প্রতি ঘনমিটার সিএনজি গ্যাসের দাম বাড়ে ৩৮ টাকা। যেটা জুনে বেড়ে ৪০ টাকা হয়। মার্চ থেকে গ্যাসের বাণিজ্যিক ইউনিটপ্রতি খরচ ১৪.২০ টাকা, আর জুন থেকে এ ক্ষেত্রে খরচ বাড়ে ১৭.৪০ টাকায়।

Post a Comment

Previous Post Next Post