তিন জেলাতে পুরুষ এগিয়ে


অনলাইন ডেক্সঃসিলেট বিভাগের চারটি জেলার মধ্যে তিনটিতেই পুরুষ ভোটারের সংখ্যা বেশি। বাকি একটি জেলায় নারী ভোটাররা এগিয়ে রয়েছেন। নির্বাচন কমিশন সূত্রে এমন তথ্য জানা গেছে। জানা যায়, সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায় নারী ভোটারদের চেয়ে পুরুষ ভোটারের সংখ্যা বেশি। অন্যদিকে, হবিগঞ্জ জেলায় পুরুষ ভোটারদের পেছনে ফেলেছে নারী ভোটারের সংখ্যা। নির্বাচন কমিশন সূত্র জানায়, সিলেট জেলায় নারী ভোটারদের চেয়ে পুরুষ ভোটারদের সংখ্যা ৪৯ হাজার ৬৫৫ জন বেশি। সুনামগঞ্জ জেলায় পুরুষ ভোটার ৮ হাজার ৫৭৯ জন এবং মৌলভীবাজার জেলায় পুরুষ ভোটার ৮ হাজার ৯৪৯ জন বেশি। এদিকে, হবিগঞ্জ জেলায় পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের সংখ্যা ৩ হাজার ৪৭৬ জন বেশি। গত ২৫ জুলাই থেকে সিলেটসহ সারাদেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। এবার নারী ভোটারদের সংখ্যা বাড়ানোর দিকে বিশেষ মনোযোগ দিচ্ছে নির্বাচন কমিশন।

Post a Comment

Previous Post Next Post