আ.লীগ সর্বদা দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত আছে; ত্রান মন্ত্রী মায়া


স্টাফ রিপোর্টারঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন আ.লীগ সর্বদা দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত আছে, প্রতিটি দুর্যোগমুহুর্তে ক্ষমতাসীন দল আ.লীগ ক্ষতিগ্রস্থ মানুষের সহায়ক হয়ে পাশে দাঁড়িয়ে তাদের পুর্নবাসনের ব্যবস্থা করে আর বিএনপি দু:স্থ মানুষের মাঝে ত্রান দেয়না, ঢাকায় বসে ফাঁকা আওয়াজ দেয়।
তিনি মঙ্গলবার (৪ জুলাই) মৌলভীবাজারে কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের ঘাটের বাজার এলাকায় ত্রান বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এ মন্তব্য করেন।
দেশে যতেষ্ট পরিমান খাদ্য মজুদ আছে জানিয়ে মন্ত্রী বলেন, বিএনপি আ.লীগের সরকারে উন্নয়ন ভালো চোখে দেখে না। যখন শেখ হাসিনার তীক্ষè পরিকল্পনায় আ.লীগ সরকারের দেশে মহা উন্নয়ন কিরছে তখন বিএনপি ফাঁকা আওয়াজ দেয়।
বিএনপিকে কড়া হুশিয়ারি দিয়ে ত্রান মন্ত্রী আরো বলেন, আ.লীগ সর্বদা দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত আছে। এসময় হাওরঞ্চলে মানুষের জন্য ১ হাজার বান্ডিল ঢেউ টিন ও ৩০ লক্ষ টাকা প্রদানের ঘোষণা দেন।
ত্রান বিতরণ অনুষ্ঠানে জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের পরিচালনায় মোৗলভীবাজার-২ আসনের সাংসদ ও কুলাউড়া উপজেলা আ.লীগের সভাপতি মো: আব্দুল মতিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ে সচিব শাহ্ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ে মহা পরিচালক রিয়াজ আহমদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসাইন, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম।
এসময় উপস্থি ছিলেন, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: আজিজুর রহমান, মৌলভীবাজার জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো: নেছার আহমদ, মৌলভীবাজার জেলা প্রশাসক মো:তোফায়েল  ইসলাম, পুলিশ সুপার মো: শাহ্ জালাল, এডিশনাল এসপি (কুলাউড়া সাকর্লে) মো: আবু ইউসুফ, মৌলভীবাজার সদর পৌরসভার মেয়ার মো: ফজলুর রহমান, বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহবাব হোসেন চৌধুরী শাহাজান প্রমূখ।

Post a Comment

Previous Post Next Post