নিউইয়র্কে গুলিতে আহত ৩, হামলাকারী নিহত

অনলাইন ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রোনক্স-লেবানন হাসপাতালে নির্বিচারে গুলি ছুড়েছে এক বন্দুকধারী। এতে অন্তত তিনজন বিদ্ধ হয়েছে। নিহত হয়েছে হামলকারীও।

শুক্রবার স্থানীয় সময় রাতে চিকিৎসকের পোশাক পরে হাজার শয্যাবিশিষ্ট হাসপাতালটিতে এ হামলা চালানো হয়।

স্থানীয় কিছু সংবাদমাধ্যম অন্তত ৩ জনের গুলিবিদ্ধ হওয়ার খবর দিলেও কিছু কিছু সংবাদমাধ্যম বেশ কিছু হতাহত হওয়ার খবর দিচ্ছে।

পুলিশের মুখপাত্র জানিয়েছেন, হামলার পর ঘটনাস্থল থেকে বন্দুকধারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে সে আত্মহত্যা করেছে নাকি পুলিশের গুলিতে মারা গেছে তা জানা যায়নি। 

Post a Comment

Previous Post Next Post