বিনোদন ডেস্কঃ শাকিব খান-অপু বিশ্বাস বাংলা চলচ্চিত্রের সফল জুটি। শাকিব-অপুকে নিয়ে শোবিজ অঙ্গনে অনেক পানি ঘোলা হয়েছে। অপু দীর্ঘদিন পর আবারও পর্দায় ফিরছেন ইতিমধ্যে অপু ভক্তরা খবরটি পেয়ে গেছেন। গত তিন মাসে বেশ কয়েকবার আলোচনায় এসেছে এই জুটি। তবে বেশ কিছুদিন যাবৎ শাকিব-অপুর ডিভোর্সের খবর প্রকাশ হয়েছে বেশ কিছু অনলাইন পোর্টালে।
এ খবরের সত্যতা জানতে যোগাযোগ করা হলে অপু বিশ্বাস বলেন, ‘আমি এমন খবরের তীব্র নিন্দা জানাই। আর সেই সাথে বলবো আপনারা ভিত্তিহীন সংবাদ পরিবেশন বন্ধ করুন। আমি খুব শ্রিঘ্রই আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আর আমাদের সংসার অনেক ভালো যাচ্ছে।’
উল্লেখ্য, ২০০৮ সালে ১৮ এপ্রিল শাকিব-অপুর বিয়ে হয়। আর এমন খবরটি নিজেই গণমাধ্যমের সামনে বলেছেন অপু বিশ্বাস নিয়ে। এবং তাদের ঘরে একটি পুত্র সন্তান রয়েছেন। বিয়ে নিয়ে অপু বলেছিলেন, ‘২০০৮ সালে ১৮ এপ্রিল আমাদের বিয়ে হয়। শাকিবের ঢাকার বাসায় এই বিয়ে হয়। পরিবারের কাছের লোকজন সেই বিয়েতে উপস্থিত ছিলেন। বিয়ের সময় আমার নাম হয় অপু ইসলাম খান।’
শাকিব-অপুর তালাকের গুঞ্জন, ভিত্তিহীন সংবাদ পরিবেশন না করার অনুরোধ অপুর
প্রকাশে »বিডি মেইল ডেস্ক
- প্রকাশকাল »
0