রাজনগরে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন


রাজনগর প্রতিনিধি: রাজনগর উপজেলা পর্যায়ে ৪৬তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী ও পুরষ্কার বিতরণি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

২৯ জুলাই শনিবার  উপজেলার বিমলাচরণ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১০ ঘটিকায় আনুষ্ঠানিক ভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসার মোঃ হারুনুর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান, বিমলাচরণ  বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হাজী শাহ্ সাদ্দেক আলী, প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওদুদ, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য মোঃ বাতির মিয়া। এ ছাড়াও উপস্থিত ছিলেন রাজনগর মডেল পোর্টিয়াস উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ তছকির খাঁন।

রাজনগর উপজেলার বিভিন্ন উপ-অঞ্চলের খেলা সম্পন্ন হওয়ার পর ২৯ জুলাই শনিবার উপজেলা পর্যায়ে ৪৬তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী ও পুরুষ্কার বিতরণি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উপজেলার সবক’টি শিক্ষা প্রতিষ্ঠান ৪টি ইভেন্টে ৩৪টি দল অংশ গ্রহণ করেছে।

বিকেল ৪ ঘটিকায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা র্নিবাহী র্কমর্কতা জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম । প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা জনাব আছকির খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর ডিগ্রী কলেজের অধ্যক্ষ জিলাল উদ্দিন আহমেদ, উত্তরভাগ ইউ.পি চেয়ারম্যান  শাহ শাহিদুজ্জামান ছালিক, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বৃন্দ ও সহকারী শিক্ষক বৃন্দ প্রমোখ।

Post a Comment

Previous Post Next Post