কদমতলি টার্মিনালে এর পাশে গ্যাস পাইপ ফেটে ৬জন আহত,সাময়িক বাস চলাচল বন্ধ।


নওয়াজিশ আহমদ আদিবঃ সিলেটের কদমতলীতে অবস্থিত কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ জুলাই) দুপুরের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করছে। এ প্রতিবেদনটি লিখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা ১২ টার দিকে তাজমহল রেস্টুরেন্টের সামনের রাস্তায় হঠাৎ বিকট শব্দ হয়ে গ্যাস লাইনের পাইপ ফেটে মাটির নিচ থেকে আগুন বের হতে শুরু করে। এ সময় একটি মাইক্রোবাস, একটি সিএনজি ও একটি মোটরসাইকেল আগুনে পুড়ে যায়। প্রত্যক্ষদর্শী সূত্রে আরও জানা যায়, আগুন লাগার সঙ্গে সঙ্গে সেখানে থাকা কমপক্ষে ৬ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১ জনের অবস্থা গুরুতর। আহতদের সবাইকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। তারমধ্যে আলমপুর স্টেশনের ২টি ও তালতলা স্টেশনের ২টি। টার্মিনাল থেকে কোন বাস ছাড়ে যেতে পারছে না।

Post a Comment

Previous Post Next Post