বিশেষ প্রতিনিধিঃ সিলেট আদালত প্রাঙ্গণে সিসি ক্যামেরা স্থাপন এবং মানুষের ব্যবহারের জন্য পাবলিক টয়লেট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কাজে জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে সহযোগিতার চাওয়া হলে মেয়র আরিফ সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন । সিলেট আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতি ও সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে মেয়র এমন আশ্বাস দেন। তিনি বলেন, এ ব্যাপারে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। দক্ষ ব্যক্তিদের দিয়ে একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হোক। আর টয়লেট স্থাপনের দাবির জবাবে মেয়র বলেন, আদালত এলাকায় পাবলিক টয়লেট স্থাপন করা হবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। এটার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য লোকও-দেবে নগরভবন। তবে এটা তত্ত্বাবধান করতে হবে বার কর্তৃপক্ষকে। এসময় আদালত প্রাঙ্গণ পরিষ্কার করার জন্য প্রতিদিনই সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মী সেখানে পাঠানোর আশ্বাসও দেন মেয়র।
বিশেষ প্রতিনিধিঃ সিলেট আদালত প্রাঙ্গণে সিসি ক্যামেরা স্থাপন এবং মানুষের ব্যবহারের জন্য পাবলিক টয়লেট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কাজে জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে সহযোগিতার চাওয়া হলে মেয়র আরিফ সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন । সিলেট আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতি ও সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে মেয়র এমন আশ্বাস দেন। তিনি বলেন, এ ব্যাপারে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। দক্ষ ব্যক্তিদের দিয়ে একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হোক। আর টয়লেট স্থাপনের দাবির জবাবে মেয়র বলেন, আদালত এলাকায় পাবলিক টয়লেট স্থাপন করা হবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। এটার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য লোকও-দেবে নগরভবন। তবে এটা তত্ত্বাবধান করতে হবে বার কর্তৃপক্ষকে। এসময় আদালত প্রাঙ্গণ পরিষ্কার করার জন্য প্রতিদিনই সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মী সেখানে পাঠানোর আশ্বাসও দেন মেয়র।