ভিসায় উল্লেখিত চেকপোস্ট ছাড়াও যেকোনো চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়া-আসা যাবে

ভিসায় উল্লেখিত চেকপোস্ট ছাড়াও যেকোনো চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়া-আসা যাবে
অনলাইন ডেস্কঃ বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতীয় ভিসায় উল্লেখ করা নির্দিষ্ট চেকপোস্ট দিয়ে প্রবেশ ও নির্গমনে চলমান বাধ্যবাধকতা প্রত্যাহার করেছে ভারতমঙ্গলবার (২৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় এখন থেকে বাংলাদেশিরা ভিসায় উল্লিখিত প্রবেশ ও নির্গমনের পথ ছাড়া ভারতের ২৪টি আন্তর্জাতিক বিমানবন্দর ও দুটি সমন্বিত চেকপোস্ট দিয়ে আসা-যাওয়া করতে পারবেনআন্তর্জাতিক বিমানবন্দরগুলো হলো-আহমেদাবাদ, আমসি (লাক্ষৌ), অমৃতসর, বাগডোগড়া, বেঙ্গালুরু, কালিকট, চণ্ডীগড়, চেন্নাই, কোচিন, কোয়াম্বাটর, ডাবোলিম (গোয়া), দিল্লি, গুয়াহাটি, গয়া, হায়দরাবাদ, জয়পুর, কলকাতা, ম্যাঙ্গালুর, মুম্বাই, নাগপুর, পুনে, ত্রিচি, ত্রিবানদাম ও বারানসিএই সুবিধার আওতায় থাকা দুই সমন্বিত চেকপোস্ট হল-বেনাপোল-হরিদাসপুর এবং দর্শনা-গেদেএর আগে বাংলাদেশের নাগরিকদের শুধু ভিসায় উল্লিখিত চেকপোস্ট দিয়ে যাওয়া আসা করতে পারতো।

Post a Comment

Previous Post Next Post