অনলাইন ডেস্কঃ পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফ। এ বৈঠকে ক্ষমতাসীন মুসলিম লীগ এ সিদ্ধান্ত নেয়। তিনি বর্তমান পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। দেশটির সুপ্রিমকোর্ট’র এক আদেশের প্রেক্ষিতে আজ দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ পদত্যাগ করেছেন। এরপরই দেশটিতে শুরু হয় নানা জল্পনা-কল্পনা।
সবার সামনে একটাই প্রশ্ন কে হচ্ছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী? দেশি-বিদেশি মিডিয়াগুলো তুলে ধরছেন তাদের অনুমান। এরমধ্যে অনেকে ধারণা করছেন নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফই হচ্ছেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী। শুক্রবার দেশটির সুপ্রিমকোর্ট অযোগ্য ঘোষণার পর পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান নওয়াজ শরীফ।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, আদেশের বিষয়ে ‘আপত্তি’ থাকলেও নওয়াজ শরীফ সর্বোচ্চ আদালতের প্রতি সন্মান জানিয়ে প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়েছেন।