২৪ তম বিসিএস শিক্ষকদের এক যুগ পুর্তি উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্টিত

মিসবাহ উদ্দিন, বিয়ানীবাজারঃ সিলেটের বিয়ানীবাজার সরকারী কলেজের ২৪ তমবিসিএস শিক্ষকদের চাকুরী জিবনের এক যুগ পুর্তি উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্টান  অনুষ্টিত হয়েছে  রোববার দুপুরে  ব্যবস্থাপনা বিভাগ হল রুমে শাওন আহমদের পরিচালনায়  উক্ত অনুষ্টানে প্রধান অতিতি হিসেবে উপস্থিত ছিলেন   হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী  অধ্যাপক  আব্দুর রহিম, সহকারী  অধ্যাপক আনয়ারুল হক,    বিশেষ অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন  সুহান খান,  প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, সরকার মোঃ শফিউল্লাহ দিদার প্রভাষক  ইসলামের ইতিহাস, জহিরুল ইসলাম, প্রভাষক  হিসাব বিজ্ঞান বিভাগ   অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,  সাংবাদিক মিসবাহ উদ্দিন,  শাওন আহমদ, সাইফ উদ্দিন,  জুনেদ আহমদ,  মিফতাহুল জান্নাত, শাহিদা আক্তার লুবনা,  সালমা আক্তার,  লিনা, দিবা, সুপ্রিয় প্রমুখ, অনুষ্টান শেষে, কেক কর্তন এর মাধ্যমে বেঙ্গল টাইগার্স  ছাত্র এসোসিয়েশন এর শুভ সুচনা করেন অতিথিরা । 


Post a Comment

Previous Post Next Post