অনলাইন ডেস্কঃ
গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরের নয়াপাড়ায় ‘মাল্টিফ্যাবস লিমিটেড’ নামে
একটি পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায়
আহত হয়েছেন অর্ধশতাধিক শ্রমিক।
সোমবার সন্ধ্যায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিষয়টি
নিশ্চিত করে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান
বলেন, সন্ধ্যা ৭টার দিকে ওই কারখানায় বয়লার বিস্ফোরণ হওয়ার খবর পান।
জয়দেবপুর, সাভারে ইপিজেড, কালিয়াকৈর, টঙ্গী ও ফায়ার সার্ভিসের সদর দপ্তর
ইউনিটের কর্মীরা রাত ৮টার দিকে উদ্ধার কাজ শুরু করেন।
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।