কাতারে অবরোধ 'রক্তপাতহীন যুদ্ধ' ঘোষণার শামিল

অনলাইন ডেস্কঃ মধ্যপ্রাচ্যের দেশ কাতারের সঙ্গে সৌদি আরব ও তার মিত্র দেশগুলোর আরোপিত অবরোধকে 'রক্তপাতহীন যুদ্ধ' ঘোষণার শামিল বলে উল্লেখ করেছেন কাতারের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন মোহাম্মাদ আল-আতিয়া।

সৌদি নেতৃত্বাধীন জোটের অবরোধ তুলে নেয়ার শর্তগুলো 'অযৌক্তিক' আখ্যায়িত করে প্রত্যাখ্যান করার একদিন পর এই মন্তব্য করলেন তিনি।

স্থানীয় 'আল-আরাবি আল-জাদিদ' পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে আল-আতিয়া বলেন, 'সৌদির নেতৃত্বাধীন কয়েকটি আরব দেশ দোহার বিরুদ্ধে প্রকারান্তরে যুদ্ধ ঘোষণা করেছে। ' তিনি বলেন, 'এসব দেশ কাতারের ওপর সমুদ্র, স্থল ও আকাশপথে যে অবরোধ আরোপ করেছে, তা প্রকৃতপক্ষে সেদেশের জনগণের ক্ষতি করার পাশাপাশি সামাজিক ভিত্তিকে ধ্বংস করে দেবে। '

উল্লেখ্য, গত ৫ জুন সন্ত্রাসবাদে মদদ দেয়ার অভিযোগে কাতারের প্রতিবেশী সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মিসরসহ বেশ কয়েকটি রাষ্ট্র দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। যদিও কাতার বরাবরই অভিযোগ অস্বীকার করে আসছে।

সূত্র: গালফ টাইমস

Post a Comment

Previous Post Next Post