স্পোর্টস ডেস্কঃ
চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন ক্রিস ওকস। বাংলাদেশের বিরুদ্ধে
টুর্নামেন্টের প্রথম ম্যাচ চলাকালিন সময়ে পিঠে চোট পেয়েছিলেন এই ডানহাতি
পেসার। মাত্র দুই ওভার বল করার পরই তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যান। বাকি
ম্যাচে আর বল করেননি তিনি৷
টাইগারদের
বিরুদ্ধে ম্যাচ দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির সূচনা হয় কেনিংটন ওভালে।
প্রথমে ব্যাট করে ইংল্যান্ডকে ৩০৫ রানের টার্গেট দেয় তামিম-মুশফিকরা। রুট,
হেলস ও ক্যাপ্টেন মর্গ্যানের অনবদ্য ব্যাটিংয়ের দৌলতে ম্যাচ বের করতে
অসুবিধা হয়নি ইংলিশদের। তবে বোলিং নিয়ে চিন্তা থেকেই গেল মর্গ্যানের।
আইসিসি
র্যাঙ্কিং অনুয়ায়ী এই মুহূর্তে ইংল্যান্ডের সেরা বোলিং অস্ত্র ওকস।
শুধু বোলিং নয় শেষ দিকে নেমে তার ব্যাটিংও যে এই টুর্নামেন্টে কাজে লাগত
সেটা ভালই বোঝে ইংল্যান্ড দল। তাই তিনি টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায়
ইংল্যান্ডের বোলিং যে যথেষ্ঠ দুর্বল হয়ে গেল সেটার বলার অপেক্ষা রাখে না।
