অনলাইন ডেস্কঃ
ঈদে বাড়ি ফিরতে ট্রেন ভ্রমণ নিরাপদ হলেও সিডিউল বিপর্যয়ের কারণে
ভোগান্তিতে রয়েছেন যাত্রীরা। দেশের বিভিন্ন প্রান্তের উদ্দেশে আজ সকাল থেকে
৬টি আন্তঃনগর ট্রেন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গেছে। তবে এর মধ্যে
লেট করেছে সুন্দরবন এক্সপ্রেসের। আর রংপুর এক্সপ্রেসের কোনো খবর নেই।
কমলাপুর
রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, সকাল ৬টায় রাজশাহীর উদ্দেশ্যে ধূমকেতু,
চট্টগ্রামের সোনার বাংলা ৭টায়, কিশোরগঞ্জের উদ্দেশ্যে এগারসিন্ধুর প্রভাতি
৭টা ১৫ মিনিটে ছেড়ে গেছে। এছাড়া তিস্তা এক্সপ্রেস জামালপুরের উদ্দেশ্যে
সকাল সাড়ে ৭টায়, চিলাহাটির উদ্দেশে নীলসাগর ৮টায় ও চট্টগ্রামের উদ্দ্যেশ্যে
মহানগর প্রভাতী ছেড়ে গেছে সকাল পৌনে আট টায়।
আর
দেড় ঘণ্টার বেশি লেট করে খুলনার উদ্দ্যেশে আটটার দিকে ছেড়ে গেছে সুন্দরবন
এক্সপ্রেস। এদিকে রংপুর এক্সপ্রেসের কোনো খবরই নেই। ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে
যাওয়ার সিডিউল টাইম সকাল ৯টায় থাকলেও ধারণা করা হচ্ছে এটি দুপুর ১টা
২০মিনিটের দিকে ছেড়ে যেতে পারে।
এদিকে ঈদের আগ মুহুর্তে স্টেশনে ভিড় লক্ষ্য করা গেছে। অনেক যাত্রীকেই ঝুঁকি নিয়ে ট্রেনের ছাঁদে ভ্রমণ করতে দেখা গেছে।