উপজেলার ব্রাক্ষনবাজার ইউনিয়নের হিংগাজিয়া চা বাগানে ১০০জন চা-শ্রমিকদের মাঝে ৫০০০টাকার সমমূল্যের ৪৫কেজি চাল ১৫কেজি আলু ১৫কেজি আটা ৯কেজি ডাল ৬লিটার তেল,৬টি সাবান ১টি শাড়ি-লঙ্গি বিতরন করা হয়।২৫শে জুন রবিবার সকাল ১১টায় ইউনিয়নের হিংগাজিয়া দুর্গা মান্ডবে চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে চা -শ্রমিকদের মাঝে খাদ্য ও পণ্য সামগ্রী বিতরন করা হয়।ব্রাম্মনবাজার ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন এর সভাপতিত্বে ও ব্রাম্মনবাজার যুব লীগের যুগ্ন সাধারন সম্পাদক ইসলাম উদ্দিন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন আব্দুল মতিন এমপি,বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোঃ গোলাম রাব্বী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রেনু,হিংগাজিয়া চা বাগানের ব্যবস্থাপক মাসুম আব্দুল্লাহ চৌধুরী, উপজেলা আ'লীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক গৌরা দে,উপজেলা আ'লীগের শ্রমবিষয়ক সম্পাদক বিদ্যাসাগর গোয়ালা,উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুয়েব আহমদ,ইউপি সদস্য সনৎ কুমার গোয়ালা,ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রামেস্বর কৈরী।
ব্রাম্মনবাজার হিংগাজিয়া বাগানে চা-শ্রমিকদের মাঝে খাদ্য-পণ্য সামগ্রী বিতরন
প্রকাশে »বিডি মেইল ডেস্ক
- প্রকাশকাল »
0