কেনিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৯

কেনিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৯
অনলাইন ডেস্কঃ কেনিয়ায় একটি বাস ও দুটি ট্রাকের মধ্যে সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির পুলিশ জানিয়েছে।

পুলিশের কমান্ডার হাসান বারুয়া ঘটনাস্থল থেকে সাংবাদিকদের বলেন, ‘আজ শনিবার সকালে এখানে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই ১৮ জন নিহত হয়েছেন। অপর এক যাত্রী হাসপাতালে মারা গেছেন। ' খবর এএফপি’র।

পুলিশ জানায়, নাইরোবি থেকে ১২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে গিলগিল গ্রামে এই ঘটনা ঘটে। বাসটি ওভারটেক করার চেষ্টাকালে ট্রাক দুটির সঙ্গে সজোরে সংঘর্ষ হয়। এই ঘটনায় চালকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।

Post a Comment

Previous Post Next Post