অনলাইন ডেস্কঃ সিলেটের দক্ষিণ সুরমা থেকে ভারতীয় তীর খেলার দায়ে ১১ জুয়ারিকে পুলিশ আটকের পর ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার
বিকেল পৌনে ৫টায় দক্ষিণ সুরমার টেকনিক্যাল রোড এলাকার জিঞ্জির শাহ মাজারের
পাশ থেকে তীর খেলার অভিযোগে ১১ জনকে আটক করে পুলিশ। পরে তাদের দক্ষিণ
সুরমা উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহেদ মোস্তফার মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত
বসিয়ে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ড
প্রাপ্তরা হচ্ছে- মহিদ মিয়া (২৫), মো. রাজন মিয়া, পিতা- ফারুক আহমদ, সাং-
বারখলা, আ. হালিম, রমন মিয়া, মো. রেজাউল করিম, রবিউল ইসলাম, আ. ছালাম, আবুল
কালাম, সোহেল মিয়া (৪২), মইনুল ইসলাম (২২), হুশিয়ার আলী (৩৫)। ।
মঙ্গলবার রাত এ তথ্য জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. জেদান আল মুসা ।
