আমিন জাহানঃ
আন্তর্জাতিক সেবা মূলক সংগঠন এপেক্স ক্লাবস অব বাংলাদেশের ১৮তম ক্লাব
এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের ৯০০তম ডিনার সভা গত ২৯ এপ্রিল শনিবার সন্ধ্যা
৭টায় কুলাউড়াস্থ ছামি-ইয়ামি চাইনিজ বাংলা রেষ্টুরেন্টে সম্পন্ন হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অ্যা. ফ্লোর মেম্বার
এপেঃ এম. এ. জলিল, আইডল অব এপেক্স পাঠ করেন ক্লাব পিপি এপেঃ শাহীন আহমদ এবং
সবাই সম্মিলিত ভাবে জাতীয় সংগীত ও শুধুমাত্র এপেক্সিয়ানরা এপেক্স সংগীত
পরিবেশন করেন। পরবর্তীতে আত্মপরিচয়, শুভেচ্ছা-অপারগতা, পত্রযোগাযোগ পর্ব
সম্পন্ন হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ২০১৭বর্ষের ক্লাব প্রেসিডেন্ট এপেঃ
শরীফ আহমদ। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব
মৌলভীবাজারের লাইফ মেম্বার এপেঃ উপাধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টো, বিশেষ
অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের
লাইফ মেম্বার এপেঃ উপাধ্যক্ষ ফরহাদ আহমদ, ন্যাশনাল অফিসিয়াল ও এপেক্স ক্লাব
অব মৌলভীবাজারের পিপিবৃন্দ এপেঃ এ.এফ.এম ফৌজি চৌধূরী, এপেঃ শহীদুল ইসলাম
তনয়, এপেঃ আব্দুস সহিদ বাবুল, এপেঃ শাহীন আহমদ প্রমুখ। এপেক্স ক্লাব অব
মৌলভীবাজারের অন্যান্যদের মধ্যে যারা উপস্থিত ছিলেন তারা হলেন জুনিয়র ভাইস
প্রেসিডেন্ট এপেঃ সুরমান আহমদ, সেক্রেটারী এন্ড ডিএনই এপেঃ মোঃ জাহাঙ্গীর
আলম, ট্রেজারার এপেঃ মোঃ আব্দুল বাছিত, মে. এন্ড এ. ডিরেক্টর এপেঃ মোঃ
জুবায়ের আহমদ সুহেল, ফে. এন্ড পা.রি ডিরেক্টর এপেঃ সোহেল আহমদ, পা. স্পি
এন্ড ডি. ডিরেক্টর এপেঃ আবু মুসা খান, সার্জেন্ট এ্যাট আর্মস এপেঃ আলতাফ
হোসেন সুমেল, অ্যাকটিভ ফ্লোর মেম্বারবৃন্দ এপেঃ মোঃ সালেহ উদ্দিন, এপেঃ
ফয়জুল হক লিটন, এপেঃ মিঠুন চক্রবর্তী, এপেঃ আব্দুল মোহিত বাবলু, এপেঃ
মুশফিকুর রহমান, এপেঃ পান্না চন্দ্র নাথ, এপেঃ প্রশান্ত দেবনাথ, এপেঃ
খন্দকার মুজিবুর রহমান মুজিব, এপেঃ রাসেল আহমদ, এপেঃ আহমাদুল কবির মোঃ
জাবের, এপেঃ এ.এফ.এম আব্দুল্লাহ প্রমুখ। ৮৯৯তম ডিনার সভার কার্যবিবরণী
উত্থাপন পরে আলোচনা শেষে অনুমোদিত হয়। পরবর্তীতে আর্থিক কার্যক্রম সম্পন্ন
করেন ক্লাবের ট্রেজারার এপেঃ মোঃ আব্দুল বাছিত। পরবর্তীতে উপস্থিত
এপেক্সিয়ানবৃন্দরা সবাই মিলে কেক কেটে এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের ৯০০তম
ডিনার সভা পূর্তি উদযাপন করেন। আলোচনা পর্ব পরে অনুষ্ঠানের সেবা পর্বে
ক্লাবের সেবা পরিচালক এপেঃ শফিউল আলম সৌরভ জানান, কুলাউড়া শহরের বাইরে
বিভিন্ন বস্তিতে গত ২৭ ও ২৮ এপ্রিল (বৃহস্পতি ও শুক্রবার) এপেক্স ক্লাব অব
মৌলভীবাজারের উদ্যোগে দুস্থ পরিবারের সদস্যবৃন্দের মধ্যে মশার কয়েল বিতরণ
কর্মসূচী সম্পন্ন করা হয়। উল্লেখ্য বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে দুই
কার্টন মশার কয়েল বিতরণ করা হয় দুই দিন ব্যাপী। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন সময়
এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের যে এপেক্সিয়াবৃন্দরা উপস্থিত ছিলেন তাদেরকে
তিনি ধন্যবাদ জানান। উক্ত কর্মসূচীতে সর্বমোট ব্যয় হয় ৫,২০০/- (পাঁচ হাজার
দুইশত) টাকা। তার পর অনুষ্ঠিত হয় উপস্থিত বক্তৃতা, কুইজ, র্যাফেল ড্র ও
জরিমানা পর্ব। পরিশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাব পিপি এপেঃ এ.এফ.এম ফৌজি
চৌধুরী। তারপর আপ্যায়ন পর্ব শেষে এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের প্রেসিডেন্ট
এপেঃ শরীফ আহমদ ৯০০তম ডিনার সভা পূর্তি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।