সৌদি আরবে এক বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে এক বাংলাদেশির মৃত্যু
অনলাইন ডেস্কঃ সৌদি আরবের রিয়াদে ব্রেইন স্ট্রোক করে সামসুল আলম দুলাল (৫২) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। মৃত সামসুল আলম দুলাল চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার পটিকখিরা গ্রামের আবুল হোসাইন মাস্টারের ছেলে।
দুলালের নিকটাত্মীয় শাহরাস্তি কল্যাণ সমিতির সভাপতি কামরুজ্জামান জানান, হঠাৎ করে দুলাল অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে রিয়াদের আল ওবায়েদ বিশেষায়িত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
সামসুল আলম দুলাল দীর্ঘ ২৭বছর যাবত সৌদি আরবে আছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ১ছেলে এবং ২মেয়ে রেখে গেছেন। তার লাশ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

Post a Comment

Previous Post Next Post