বিনোদন ডেস্কঃ
বাহুবলি দিয়ে তারা সুপারহিট জুটি। বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমায় বাহুবলি ও
দেবসেনার রসায়ন দেখে মুগ্ধ দর্শক। এর আগে মির্চি (২০১৩) সিনেমায় জুটি
বেঁধে বক্স অফিসে সাড়া ফেলেছিলেন। ফের জুটিবদ্ধ হতে চলেছেন তারা। প্রভাসের
পরবর্তী সিনেমা সাহো। এ সিনেমাতেই প্রভাসের বিপরীতে আনুশকাকে দেখা যাবে।
প্রভাস-আনুশকা জুটির সফলতা দেখে পরিচালক-প্রযোজকরা তাদের দিকেই ঝুঁকছেন বলে জানিয়েছে ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যম।
জানা
গেছে, প্রভাসের সাহো সিনেমায় অভিনয়ের জন্য আনুশকা শেঠির সঙ্গে কথা বলেছেন
নির্মাতারা। প্রাথমিকভাবে তারা বলিউডের কাউকে নায়িকা চরিত্রে নেয়ার চিন্তা
করেছিলেন। এজন্য ক্যাটরিনা কাইফ, শ্রদ্ধা কাপুর ও দিশা পাটানির নামও শোনা
যায়। কিন্তু শেষ পর্যন্ত তাদের কাউকেই নেয়া হচ্ছে না। আনুশকা-প্রভাস
জুটিকেই ফের পর্দায় হাজির করতে চাইছেন নির্মাতারা।
তবে
প্রভাস-আনুশকা জুটিবদ্ধ হওয়ার বিষয়টি এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
বর্তমানে যুক্তরাষ্ট্রে ছুটি কাটাচ্ছেন প্রভাস। ছুটি শেষে ফিরে সাহো
সিনেমার শুটিং শুরু করবেন তিনি। তখনই নায়িকা কে হবেন সে বিষয়ে আনুষ্ঠানিক
ঘোষণা দিবেন নির্মাতারা।
তারা
প্রথম জুটিবদ্ধ হন ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত বিল্লা সিনেমায়। তেলেগু ভাষায়
তামিল সিনেমার রিমেক এ সিনেমাটিও ব্যবসাসফল হয়। আর বাহুবলি সিনেমাটি ভারতের
ইতিহাসে অতীতের সকল রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ছে।