ওজন কমানোর মিশনে কারিনা-অমৃতা

ওজন কমানোর মিশনে কারিনা-অমৃতা
বিনোদন ডেস্কঃ সন্তান তৈমুরের জন্মের সময়টাতে মুটিয়ে যাওয়া বলিউডের অন্যতম নায়িকা কারিনা কাপুর বাড়তি ওজন কমাতে পরিশ্রম করে যাচ্ছেন। এ কাজে সঙ্গী হিসেবে পেয়েছেন কারিনার ঘনিষ্ঠ বন্ধু অমৃতা অরোরাকে।

গত কয়েক সপ্তাহে কারিনাকে একাধিকবার যোগব্যায়াম ক্লাস ও জিমে কসরত শেষে বাইরে দেখা গেছে। লাস্যময়ী এই নায়িকা আবারো তার আগের ফিটনেস অনেকটাই ফিরে পেয়েছেন।

কারিনার বর্তমানে তার নতুন ছবি ‘ভেরি ডি ওয়েডিং’র জন্য কাজ করছেন। এ ছবিতে গর্ভধারণকালীন মেদ ঝরিয়ে পুরোনা কারিনা হয়েই ফিরতে চান তিনি।

সে কারণেই বন্ধু অরোরাকে নিয়ে অতিরিক্ত ওজন কমাতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন বলিউডের এই গ্ল্যামার গার্ল।

রিয়া কাপুরের `ভেরি ডি ওয়েডিং` ছবি দিয়ে আবারো পুরোপুরি রূপালী পর্দায় ফিরছেন মা হওয়া কারিনা। একই ছবিতে দেখা যাবে সোনম কাপুর ও স্বরা ভাস্করকে।

Post a Comment

Previous Post Next Post