আগামীকাল খুলছে সুপ্রিমকোর্ট

আগামীকাল খুলছে সুপ্রিমকোর্ট
অনলাইন ডেস্কঃ আগামীকাল রবিবার থেকে সুপ্রিমকোর্ট খুলছে। আইনজীবী ও বিচারপ্রার্থীদের আগমনে আবারো মুখরিত হবে সর্বোচ্চ আদালত অঙ্গন।
গত ১৪ এপ্রিল থেকে আজ শনিবার পর্যন্ত সরকার ঘোষিত ছুটি, সাপ্তাহিক ছুটি এবং কোর্টের অবকাশের কারণে সুপ্রিমকোর্টের নিয়মিত বিচার কার্যক্রম বন্ধ ছিলো। তবে এ সময়ে জরুরি বিষয় নিস্পত্তির জন্য সুপ্রিমকোর্টের উভয় বিভাগে অবকাশকালীন বেঞ্চ বিচার কার্যক্রম পরিচালনা করে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে হাইকোর্ট বিভাগে অবকাশকালীন বিভিন্ন বেঞ্চ গঠন করে দেন। এছাড়াও সুপ্রিমকোর্টের আপিল বিভাগের চেম্বার কোর্টে তারিখ ও সময় নির্ধারণ করে দিয়ে আদালত নির্ধারণ করে দেয়া হয়েছিলো। আগামীকাল রবিবার থেকে যথারীতি খুলবে সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্ট। শুরু হবে নিয়মিত বিচার কার্যক্রম।

Post a Comment

Previous Post Next Post