আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু
অনলাইন ডেস্কঃ মহান মে দিবসের ছুটি শেষে আবারও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কর্মরত শ্রমিকদের মাঝে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। একদিন বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল থেকে স্থলবন্দরে সব ধরণের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।

তবে বন্ধের সময় আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে দুই দেশের বৈধ পাসপোর্ট-ভিসাধারী যাত্রী পারাপর স্বাভাবিক ছিল বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মহান মে দিবস উপলক্ষে গতকাল সোমবার আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়। তবে মঙ্গলবার সকাল থেকে যথারীতি পণ্য আমদানি-রফতানি শুরু হয়েছে।

উল্লেখ্য, প্রতিদিন আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের সেভেন সিস্টার খ্যাত ৭টি অঙ্গরাজ্যে মাছ, পাথর, সিমেন্ট ও প্লাস্টিকসহ অন্তত অর্ধশতাধিক পণ্য রফতানি করা হয়ে থাকে।

Post a Comment

Previous Post Next Post