বরিশালে কীর্তনখোলা নদী থেকে ছাত্রের মরদেহ উদ্ধার

বরিশালে কীর্তনখোলা নদী থেকে ছাত্রের মরদেহ উদ্ধার
অনলাইন ডেস্কঃ বরিশাল সরকারি পলিটেকনিক ইনিস্টিটিউটের এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার ৩৬ ঘণ্টা পর রবিবার দিবাগত রাতে কীর্তনখোলা নদীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুর নীচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আতিকুর রহমান সজিব কাউনিয়া বাঁশের হাট এলাকার জাহাঙ্গীর মৃধার ছেলে।

স্থানীয়রা জানান, মরদেহটি শহীদ আবদুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতুর নীচের প্রটেকশন পিলার বা নিরাপত্তা খুঁটির ওপরে দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে নৌযান যোগে নদীর ভেতরে থাকা ওই পিলারের ওপর থেকে মরদেহটি উদ্ধার করে।

বরিশাল কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক আরাফাত রহমান হাসান জানিয়েছেন, সন্ধান পাওয়া মরদেহটি নিখোঁজ হওয়া কলেজ ছাত্র আতিকুর রহমান সজিবের। যা তার স্বজনরা শনাক্ত করেছে। ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে এটি হত্যাকাণ্ড নাকি অন্যকিছু।

Post a Comment

Previous Post Next Post