স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির ডেলিগেট কার্ড,হ্যান্ড ব্যাগ বিতরণ ও সভা
অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে
উত্তরবাজারস্থ কুলাউড়া উপজেলা শাখায় বিতরণ ও সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের
আহ্বায়ক কমিটির সভাপতি ইন্তিয়াজ হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি
ছিলেন হামদর্দ লিমিটেড জেলা জোনাল ব্যবস্থাপক মোঃ হাসান ইমাম মোল্লা।
বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির সভাপতি আবুল খায়ের, পৌর কাউন্সিলার কায়ছার
আরিফ, সংগঠনের সহ সভাপতি রুলু মিয়া, দেশীয় চিকিৎসক সমিতির নেতা নাহিয়ান
রশীদ ইফতি প্রমূখ। এছাড়াও দেশীয় চিকিৎসক সমিতির জেলা ও কুলাউড়া উপজেলা
শাখার নেতৃবৃন্দ।