স্পোর্টস ডেস্কঃ
বেশ কিছুদিন ধরেই আলোচনায় সেই ব্যক্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল
হয়েছেন শুধু নিজের চেহারার কারণে। খবর হয়েছেন গণমাধ্যমে। দেখতে অবিকল
লিওনেল মেসির মতো। তাই রাস্তায় বেরোলেই তাকে ঘিরে শুরু হয়ে যায় উন্মাদনা।
আর এটাই কাল হল ইরানের হামেদান শহরের ছাত্র রেজা পারসতেশের। কার্যত লিওনেল
মেসির মতো দেখতে হওয়ার অপরাধেই পুলিশ গ্রেফতার করল এই যুবককে।
লিওনেল
মেসির মতো দেখতে হওয়ার জন্য অনেক দিন ধরেই বিখ্যাত হয়ে উঠেছিলেন রেজা।
কারণ সবাই তাকে সত্যিকারের মেসি বলেই ভেবে নিতেন। তিনি রাস্তায় বের হলেই
তাকে ঘিরে ধরত সাধারণ মানুষ। সেলফি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়তেন তরুণীরা।
রাস্তায় রীতিমতো যানজট তৈরি হয়ে যেত। আর রাস্তায় বিশৃঙ্খলা তৈরির অভিযোগেই
পুলিশ গ্রেফতার করেছে এই ছাত্রকে। পরে অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়।
আন্তর্জাতিক একটি স্পোর্টস ওয়েবসাইটও মেসি ভেবে রেজার ছবি তাদের একটি প্রতিবেদনে ব্যবহার করে ফেলেছিল।
এদিকে
রেজা জানিয়েছেন, বিশ্বখ্যাত ফুটবলারের সঙ্গে নিজের মুখের মিল এবং তাকে
নিয়ে মানুষের উন্মাদনাকে উপভোগ করেন তিনি। তার সঙ্গে সাধারণ মানুষ যেভাবে
সেলফি তুলতে আগ্রহী হন, তাতেই তিনি খুশি। তার মতে, এই বিষয়গুলি তাকে
এনার্জি দেয়।