ভারতে ৭ বিচারপতিকে গ্রেফতারে আরেক বিচারপতির পরোয়ানা

ভারতে ৭ বিচারপতিকে গ্রেফতারে আরেক বিচারপতির পরোয়ানা
অনলাইন ডেস্কঃ ভারতের প্রধান বিচারপতিসহ সুপ্রিমকোর্টের সাত বিচারপতির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সি এস কারনান। বুধবার তাদের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়। সুপ্রিমকোর্ট ওই বিচারপতিকে মানসিক স্বাস্থ্য পরীক্ষা করতে বলায় স্বতঃপ্রণোদিত হয়েই ওই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। এর আগে কারনানকে বিচারপতি পদ থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন ওই সাত বিচারপতি। এজন্য চার সপ্তাহ সময়ও দেওয়া হয় তাকে। কিন্তু ওই সাত বিচারপতি কারনান ২৮ এপ্রিলের মধ্যে তার সামনে হাজির হওয়ার নির্দেশ দেন। পরে তা ১ মে পর্যন্ত বর্ধিত করেন। কিন্তু বিচারপতিরা উপস্থিত না হলে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারপতি কারনান। এদিকে অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাতগি বলেছেন, 'মঙ্গলবার এক আদেশে ওই সাত বিচারপতি কলকাতার বিচারপতি কারনানকে মানসিক স্বাস্থ পরীক্ষার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তিনি ওই নির্দেশ মানবেন কি না, তা নিশ্চিত নন অ্যাটর্নি জেনারেল মুকুল। আমি জানি না ভদ্রলোক (কারনান) সাত বিচারপতিকে নিয়ে গঠিত বেঞ্চের আদেশ মানবেন কি না। ’ অন্যদিকে গতকাল কারনান জানান, সুপ্রিমকোর্টের আদেশ মেনে মেডিকেল বোর্ডের সামনেও উপস্থিত থাকবেন না তিনি। এ বিষয়ে ওই সাত বিচারপতি নিয়ে গঠিত বেঞ্চ বলেন, ‘আমরা মনে করি তার মানসিক অবস্থা নিরীক্ষা করা উচিত। আমরা কলকাতা হাসপাতালকে নির্দেশ দিয়েছিলাম মেডিকেল বোর্ড গঠন এবং পরীক্ষা করে কারনানকে প্রতিবেদন দেওয়ার জন্য।

Post a Comment

Previous Post Next Post