অনলাইন ডেস্কঃ
নিজেদের শক্তিশালী হিসেবে গড়ে তুলতে আরও একধাপ এগিয়ে গেল ভারত। এবার
সাবমেরিন থেকে টর্পেডো নিক্ষেপের সফল পরীক্ষা চালালো ভারতীয় নৌবাহিনী। আর
তা সফল হওয়াতে ভারতের বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়াদের শুভেচ্ছা জানালেন দেশটির
প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি।
সংবাদমাধ্যমের
মুখোমুখি হয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি বলেন, ভারতে তৈরি
স্করপেন সাবমেরিন থেকে টর্পেডো ছোঁড়ার মহড়া সফল হয়েছে। এর জন্য আমাদের
বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ারদের শুভেচ্ছা জানাই। খুব শীঘ্রই এই সাবমেরিনটি
ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভূক্ত করা হবে।
জানা
গেছে, স্করপেন প্রযুক্তির মোট ছ’টি সাবমেরিন তৈরি করা হয়েছে। খুব দ্রুত এই
সাবমেরিনগুলি ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় এই
মন্ত্রী। নৌবাহিনীতে ছ-ছটি সাবমেরিন যুক্ত হলে বিশ্বের কাছে আরও শক্তি
বাড়ছে ভারতের।
