মাস্টার শরাফত আলী উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও খেলার সরঞ্জাম বিতরণ

মাস্টার শরাফত আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ক্রিকেট দলের কৃতিত্ব নিয়ে আলোচনা সভা ও ক্রিকেট খেলার সরঞ্জাম বিতরণ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ জাতীয় পর্যায়ে ক্রিকেট খেলার গৌরব অর্জনকারী কুলাউড়ার মাস্টার শরাফত আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ক্রিকেট দলের কৃতিত্ব নিয়ে আলোচনা সভা ও ক্রিকেট খেলার সরঞ্জাম বিতরণ করা হয়েছে। (বুধবার) ১৭ মে দুপুর ১২ টায় বিদ্যালয়টির অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও দৈনিক উত্তরপূর্ব’র সম্পাদক মোঃ শফিউল আলম চৌধুরী নাদেল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, " স্কুলটি পড়ালেখার পাশাপাশি সহশিক্ষাতেও সাফল্য পাচ্ছে। প্রতি বছরই তাদের খেলাধুলা উপজেলার অন্যান্য স্কুলগুলোর দিক দিয়ে অনেক এগিয়ে। " যা এখন জাতীয় পর্যায়ে খেলার গৌরব অর্জন করেছে।" উক্ত সভায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আকবর আলী সোহাগের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোঃ সাদিক শাহ'র সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোঃ শাহেদ আলী, উত্তরপূর্ব পাঠকমঞ্চের সভাপতি মোঃ রাশেদ আহমেদ, জেলা ন্যাশনাল চিল্ডেন টাস্ক ফোর্সের সদস্য তাহমিদুজ্জামান রাফি, অভিভাবকবৃন্ধ, বিদ্যালয়ের শিক্ষকবৃন্ধ ও শিক্ষার্থীবৃন্ধ। আলোচনা সভা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মোঃ শফিউল আলম চৌধুরী নাদেল বিদ্যালয়ের ছাত্রী ক্রিকেট দলকে নিজ উদ্যোগে উপহারস্বরূপ ক্রিকেট খেলার সরঞ্জাম তাদের হাতে তুলে দেন। এ নিয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আকবর আলী সোহাগ প্রশংসা করে জানান, " শফিউল আলম চৌধুরী নাদেল মহোদয় সব সময় আমাদের স্কুলের পাশে থেকেছেন, আগামীতেও পাশে থাকবেন। আজ তিনি আমাদের স্কুলের ছাত্রী ক্রিকেট দলকে নিজ উদ্যোগে যা উপহার দিয়েছেন তা অবশ্যই প্রশংসনীয়। উল্লেখ্য, ২০১৭ সালের ৪৬তম আঞ্চলিক স্কুল ও মাদ্রাসা শীতকালীন ক্রিকেট প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করে বিদ্যালয়টির ছাত্রী ক্রিকেট দল।

Post a Comment

Previous Post Next Post