অনলাইন ডেস্কঃ বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে নোয়াখালী মাইজদীতে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশান হাসপাতাল নোয়াখালীর উদ্যেগে জেলা জজ কোর্ট রোডে এক র্যালি শেষে নোয়াখালী প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশান হাসপাতাল নোয়াখালীর সভাপতি ও সাবেক জেলা আইনজীবি সমিতির সভাপতি এবিএম জাকারিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন ন্যশনাল হার্ট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ও সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওমর ফারুক, হাসপাতালের কোষাধক্ষ এডভোকেট হুমায়ুন কবির চৌধুরী, ডা: মফিজুল আলম, সাংবাদিক আকবর হোসেন সোহাগ, লায়নের সভাপতি নজির আহম্মদ, লায়ন শাহ আলম, হাসপাতালের ম্যানেজার (এডমিন) আব্দুল্লাহ ফারুক রানা, মো: আলী জুয়েল, আশরাফ উদ্দিন আসিয়া ও কামরান মাহমুদ প্রমুখ।