ভারতকে রাসায়নিক হামলা রোধক জ্যাকেট দিচ্ছে আমেরিকা

ভারতকে রাসায়নিক হামলা রোধক জ্যাকেট দিচ্ছে আমেরিকা
অনলাইন ডেস্কঃ রাসায়নিক বোমা থেকে বাঁচাতে ভারতীয় সেনা সদস্যদের জন্য অত্যাধুনিক কেমিক্যাল প্রোটেকটিভ পোশাকের ব্যবস্থা করল আমেরিকা। এজন্য ৭৫ মিলিয়ন ডলার খরচের অনুমতিও দিয়েছে মার্কিন প্রশাসন। যার মাধ্যমে কোনো রাসায়নিক বিস্ফোরণ হলে দূষণ থেকে বেঁচে এই পোশাক ঢাল হিসাবে ব্যবহার করতে পারবে ভারতীয় সেনাবাহিনী।

জয়েন্ট সার্ভিস লাইটওয়েট ইন্টিগ্রেটেড স্যুইট টেকনোলজি ব্যবহার করা হয়েছে এই পোশাকে। প্রতিটি পোশাকে রয়েছে একজোড়া প্যান্ট, একজোড়া গ্লাভস, একজোড়া জুতো ও এনবিসি ব্যাগ। এই বিষয়টিকে মার্কিন কংগ্রেসের নজরে আনার জন্য আপিল করেছিলেন ডিফেন্স সেক্রেটরি কর্পোরেশন এজেন্সি-র ডিরেক্টর।

মার্কিন কংগ্রেসের তার জবাবি ভাষণে ডিফেন্স সেক্রেটারি কর্পোরেশন এজেন্সি-র ডিরেক্টর জানিয়েছেন, আমেরিকার আন্তর্জাতিক স্বার্থ ও অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টি জড়িয়ে রয়েছে এর সঙ্গে।

Post a Comment

Previous Post Next Post