টি-টোয়েন্টিতে পয়েন্ট বাড়লো বাংলাদেশের

টি-টোয়েন্টিতে পয়েন্ট বাড়লো বাংলাদেশের
অনলাইন ডেস্কঃ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক রেটিং পয়েন্ট কমলেও টি-টোয়েন্টিতে ঠিকই এগিয়ে গেছে টাইগাররা। সম্প্রতি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের পয়েন্ট তালিকা হালনাগাদ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেখানে দেখা গেছে, চার পয়েন্ট বেড়েছে বাংলাদেশের। চার রেটিং পয়েন্ট উন্নতিতে ৭৪ থেকে বেড়ে টাইগারদের বর্তমান রেটিং পয়েন্ট ৭৮। তবে পয়েন্ট বাড়লেও র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। ফলে আগের অবস্থানেই (দশম) রয়েছে সাকিব আল হাসানের দল। সদ্য প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় উন্নতি হয়েছে ইংল্যান্ডের। সাত রেটিং পয়েন্ট বেড়েছে ইংলিশদের। পাকিস্তানের বেড়েছে পাঁচ রেটিং পয়েন্ট। ইংল্যান্ডের সমান ১২১ রেটিং পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে তৃতীয় অবস্থানে উঠে এসেছে তারা। দুই রেটিং পয়েন্ট কমলেও ১২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষ অবস্থানটি অক্ষুন্ন রেখেছে নিউজিল্যান্ড। এদিকে ছয় রেটিং পয়েন্ট কমায় দুই ধাপ পিছিয়ে র‍্যাঙ্কিংয়ের চতুর্থ অবস্থানে নেমে এসেছে ভারত। তাদের বর্তমান রেটিং পয়েন্ট ১১৮। দুই ধাপ পিছিয়েছে দক্ষিণ আফ্রিকাও। ফলে তৃতীয় থেকে পঞ্চম অবস্থানে নেমে এসেছে প্রোটিয়ারা। তবে কেনো রেটিং পয়েন্ট না বাড়ালেও এক ধাপ এগিয়ে ষষ্ঠ অবস্থানে উঠে এসেছে অস্ট্রেলিয়া। আর আগের মতোই ওয়েস্ট ইন্ডিজ সপ্তম, শ্রীলঙ্কা অষ্টম ও আফগানিস্তান নবম অবস্থানে রয়েছে।

Post a Comment

Previous Post Next Post