মুন্সীগঞ্জে কাল বৈশাখী ঝড়ে দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

মুন্সীগঞ্জে কাল বৈশাখী ঝড়ে দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত
অনলাইন ডেস্কঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে ঘূর্ণিঝড়ে মসজিদ মন্দিরসহ প্রায় ২শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার ৫ টি ইউনিয়নের ৭ টি গ্রামের উপর দিয়ে এ ঝড় বয়ে যায়। ঝড়ে বহু গাছপালা ও বৈদ্যুতিক লাইনের ব্যপক ক্ষতি হয়েছে। গোয়াল ঘরে গাছ ভেঙ্গে পড়ে মারা গেছে দুটি গবাদি পশু। ' উপচে পড়েছে শত শত গাছপালা এবং  ৫০ টিরও বেশি  বৈদ্যুতিক খুঁটি। ফলে সকাল থেকে বিদ্যৎ বিচ্ছন্ন রয়েছে পুরো উপজেলা জুড়ে।
জেলা পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, দ্রুত বিদ্যুৎ সরবরাহের চেষ্টায় কাজ চালিয়ে যাচ্ছে তারা।

স্থানীয়রা জানায়, সোমবার সাকাল সাড়ে ছয়টার দিকে ঘূর্ণিঝড়টি শুরু হয়। প্রায় পাঁচ মিনিট স্থায়ী এ ঝড়ে রাঢ়িখাল ইউনিয়নের নতুন বাজার, বাঘাডাঙ্গা, তিন দোকান, বাঘরা ইউনিয়নের কাঠাল বাড়ি ও রৌদ্র পাড়া, কোলাপাড়া ইউনিয়নের কাদুরগাও, কুকুটিয়া ইউনিয়নের কাজলপুর ও ভাগ্যকূল ইউনিয়নের কামারগাও গ্রামের প্রায় ২শতাধিক বাড়ি ঘর লণ্ডভণ্ড হয়ে যায়। এসময় আড়িয়াল বিলে ধান কাটায় ব্যস্ত ২০ জন দিন মজুর আহত হয়। ঝড়ে উড়ে আসা টিন ও গাছের ডালের আঘাতে তারা আহত হয় বলে জানা গেছে। তাদেরকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া অন্তত ১০টি গবাদী পশু মারা যায়। ক্ষতিগ্রস্তদের সূত্রে জানা গেছে এ ঝড়ে তাদের কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

Post a Comment

Previous Post Next Post