বিশুদ্ধ পানির অভাবে দিন কাটাচ্ছে শ্রীলঙ্কাবাসী

বিশুদ্ধ পানির অভাবে দিন কাটাচ্ছে শ্রীলঙ্কাবাসী
অনলাইন ডেস্কঃ শ্রীলঙ্কায় ভারি বর্ষণের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে দুই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। বন্যার কারণে বিভিন্ন স্থানে বিশুদ্ধ খাবার পানির সংকট প্রকট আকার ধারণ করেছে। বিগত ১৪ বছরে এমন বন্যা পরিস্থিতি দেখেনি শ্রীলঙ্কা। ২০০৩ সালের পর এবারের বন্যাকেই সবচেয়ে ভয়াবহ বলে মনে করা হচ্ছে। বন্যায় নিখোঁজ রয়েছে প্রায় ১০৪ জন।

ডিজেস্টার ম্যানেজমেন্ট সেন্টার (ডিএমসি) জানিয়েছে, বন্যা পরিস্থিতি এবং খারাপ আবহাওয়ার কারণে ১১২ জন আহত হয়েছে। দেশটির প্রায় ৬ লাখ মানুষ বাস্তুহারা হয়েছে। হাজার হাজার বাড়ি ঘর বন্যা ও ভূমিধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে জানানো হয়েছে, ভয়াবহ বন্যা পরিস্থিতির পর থেকে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।

শ্রীলঙ্কার পানি সরবরাহমন্ত্রী রওফ হাকিম জানিয়েছেন, বন্যাকবলিত এলাকায় জরুরি ভিত্তিতে বিশুদ্ধ পানি প্রয়োজন। কিন্তু সেখানকার ৪০ ভাগ মানুষই বিশুদ্ধ পানির অভাবে দিন কাটাচ্ছেন।

তিনি আরো জানিয়েছেন, স্বেচ্ছাসেবী কর্মীরা বন্যাকবলিত এলাকার লোকজনের জন্য কাজ করে যাচ্ছেন।

১লাখ ৪২ হাজার ৮১১ হাজার পরিবারের প্রায় ৫ লাখ ৪৫ হাজার ২৪৩ মানুষ বন্যাকবলিত হয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আকস্মিক বৃষ্টিপাতে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। প্রায় ১৪টি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

Post a Comment

Previous Post Next Post