বিশেষ প্রতিনিধিঃ
দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের
মাঝে সততার অভ্যাস গড়ে তোলার জন্য স্থাপন করা হয়েছে "লস্ট এন্ড ফাউন্ড
বক্স"।
স্কুল
সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের কোন কিছু হারিয়ে গেলে, যদি কোন শিক্ষার্থী
খোঁজে পায় তাহলে সে এই বক্সে জমা রাখবে। যার হারানো গিয়েছে সে এই বক্সে
এসে খোঁজ করবে। যদি সে খোঁজে পায় তাহলে হারানো জিনিসটি বক্স থেকে খুলে
নেবে। আর যদি শিক্ষার্থী খোঁজে না পায় তাহলে সে শ্রেণি শিক্ষককে এই বিষয়ে
অবগত করবে। শ্রেণি শিক্ষক বিষয়টি তদন্ত সাপেক্ষে হারানো বস্তুটি খুজে বের
করার চেষ্টা করবেন।
বিদ্যালয়ের
প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীন বলেন, " সততার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে
শিক্ষার্থীদের জন্য আমাদের এই উদ্দ্যেগ।বক্সটি স্থাপন করে আমরা আশানুরূপ
ফলাফলও পেয়েছি।" এই রকম একটি যাদুর বক্স সব স্কুলে থাকার প্রয়োজন বলে জানান
তিনি।
উপজেলা
ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদুর রহমান জানান, "বিদ্যালয়ের
এই উদ্দ্যেগটি অবশ্যই প্রশংসনীয়। যা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা শিখাতে
সাহায্য করবে।"" উপজেলার সবকটি প্রাথমিক স্কুলে শীঘ্রই "লস্ট এন্ড ফাউন্ড
বক্স" স্থাপন করার উদ্দ্যেগ নেওয়া হচ্ছে।"