অনলাইন ডেস্কঃ পাকিস্তানে বর্তমান প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কঠোর সমালোচনা করলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী আসিফ আলি জারদারি। সম্প্রতি জারদারি বলেছেন, প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্ক ভালো রাখতে সক্ষম ছিলেন তিনি এবং তাঁর স্ত্রী বেনজির ভুট্টো।
তাঁর মতে, নওয়াজ শরিফের বর্তমান সরকার সেই সম্পর্ক বজায় রাখতে পারছে না। বর্তমানে ভারত ও পাকিস্তানের সম্পর্কে যে টেনশন তৈরি হয়েছে তার জন্য পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফই দায়ী।
আসিফ আলি জারদারির দাবি, তিনি এবং তাঁর স্ত্রী বেনজির ভুট্টো ক্ষমতায় থাকাকালীন পাকিস্তানের সঙ্গে ভারত ও আফগানিস্তানের সম্পর্ক ভালো ছিল। তিনি শরিফ-কে উদ্দেশ্য করে বলেন, 'প্রতিবেশী দেশগুলির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা উচিত।
পাক-ভারত সম্পর্ক নিয়ে নওয়াজ শরিফের সমালোচনায় জারদারি
প্রকাশে »বিডি মেইল ডেস্ক
- প্রকাশকাল »
0
