অনলাইন ডেস্কঃ
পার্লামেন্টে সদ্যজাত সন্তানকে স্তন্যপান করিয়ে রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার
একজন সিনেটর। মঙ্গলবার পার্লামেন্টের অধিবেশন চলাকালীন নিজের দুই মাসের
সন্তানকে স্তন্যপান করান দেশটির কুইন্সল্যান্ডের সিনেটর লেরিসা ওয়াটার্স।
আর এমন কাজে বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছেন লেরিসা। মাতৃত্বের অধিকার ও সন্তানের প্রতি কর্তব্যকে নিয়ে গেলেন এক অনন্য উচ্চতায়।
ব্রিটিশ
গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবারই মাতৃত্বকালীন ছুটি থেকে
সংসদে ফিরেন অস্ট্রেলিয়ার গ্রীন পার্টির এই সহ-উপনেতা। এসময় দুই মাস বয়সী
নিজের দ্বিতীয় কন্যা আলিয়া জয়কে সঙ্গে নিয়ে এসেছিলেন লেরিসা। অধিবেশনের সময়
এক ইস্যুতে ভোট চলাকালে তিনি ক্ষুধার্ত আলিয়াকে স্তন্যপান করান। আর এর
মধ্য দিয়ে যেকোনো দেশের জাতীয় সংসদের ভেতর স্তন্যপান করানো প্রথম সিনেটর
হলেন তিনি।
পরবর্তীতে
এক টুইটবার্তায় লেরিসা বলেন, ‘ফেডারেল সংসদের ভেতর মায়ের দুধ পান করা
প্রথম শিশু হিসেবে মেয়ে আলিয়ার জন্য আমি গর্বিত বোধ করছি। সংসদে আরো নারী ও
পিতা-মাতা প্রয়োজন। ’
এর
আগে, গত বছর সংসদ চেম্বারে মায়েরা তাদের বাচ্চাদের দুধ পান করাতে পারবে
এমন নিয়মের অনুমোদন দেয় অস্ট্রেলিয়ান পার্লামেন্ট। তবে তারও আগে, দেশটির
সংসদীয় চেম্বারে শিশুরা নিষিদ্ধ ছিলো এবং স্তন্যপান করানো মায়েদের
‘প্রক্সি ভোট’ দিতে হতো। সূত্র: বিবিসি