ইরাকে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৩

অনলাইন ডেস্কঃ ইরাকের রাজধানী বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩০ জন।
স্থানীয় সময় মঙ্গলবার সকালে বাগদাদের কেন্দ্রে অবস্থিত কারাদা জেলার একয়তটি জনপ্রিয় আইসক্রিমের দোকানে এই হামলা হয়েছে বলে জানিয়েছে ইরাকের সরকারি সূত্র।
Advertisement
সরকারি সূত্র আরো জানায়, রাস্তার পাশে থামিয়ে রাখা একটি গাড়িতে অজ্ঞাতনামা কেউ একজন এ বিস্ফোরণ ঘটায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশের ওই আইসক্রিমের দোকানে ওই বিস্ফোরণ ঘটে। এরপর আহত অনেককেই মাটিতে পড়ে থাকতে দেখা যায়। অনেকে আবার অকস্মাৎ হামলায় আতঙ্কিত হয়ে এদিক-সেদিক ছোটাছুটি করতে থাকেন। আইসক্রিমের দোকানের সামনের বেঞ্চিতেও বসে পড়েন কেউ কেউ।
রমজান মাসে এ হামলার ঘটনাটি ঘটল। সাধারণত রমজানে সন্ধ্যার পরপরই বাগদাদের রেস্তোরাঁ ও কফিশপগুলো কানায় কানায় ভরা থাকে।
এদিকে, হামলার পর এর দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস। নিজেদের প্রচারমাধ্যম আমাকে প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনটি জানায়, বোমা হামলাকারীর লক্ষ্যবস্তু ছিল শিয়াদের জমায়েত।

Post a Comment

Previous Post Next Post