অবৈধ তীর শিলং খেলার অভিযোগে সিলেটে ৩ জন আটক

অবৈধ তীর শিলং খেলার অভিযোগে সিলেটে ৩ জন আটক
অনলাইন ডেস্কঃ অবৈধ তীর শিলং (জুয়া) খেলায় জড়িত থাকার অভিযোগে সিলেটের দক্ষিণ সুরমা থেকে ৩ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

বুধবার (১৭ মে) পুলিশ পরিদর্শক সঞ্জিত চন্দ্র দাসের নেতৃত্বে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল উপজেলার কদমতলী এলাকার কামাল বক্স মিয়ার কলোনীতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হচ্ছে, সিলেটের গোলাপগঞ্জের মাইজবাগ গ্রামের মৃত মাসুক আহমেদের ছেলে সুমন আহমেদ (৩০), মোগলাবাজারের গোটাটিকর এলাকার মৃত আসিদ আলীর ছেলে রাজা মিয়া ও সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার আমতলী গ্রামের মো. গোলাম মোস্তফার ছেলে হাফিজুর রহমান।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবত কদমতলী এলাকায় অবৈধ তীর শিলং নামক জুয়া চালিয়ে আসছিল। তাদের কাছ থেকে জুয়া খেলার টাকাসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে গোয়েন্দা শাখার এসআই শশধর বিশ্বাস বাদী হয়ে আটক ৩ জনের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় অভিযোগ দায়ের করেছেন এবং তাদের বিরুদ্ধে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

Post a Comment

Previous Post Next Post