নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত
অনলাইন ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির নিকটবর্তী নর্দার্ন স্টেট পার্কওয়েতে দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

নিউইয়র্কের টহল পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ভোর ৫টায় তাদের বহনকারী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে এই হতাহতের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. ডি আলম (৬১), আতাউর রহমান দুলাল (৩৪) ও রায়হান ইসলাম (২৮)। এছাড়া দুর্ঘটনা আহত এ. মোল্লাকে (৩৬) স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, হতাহতরা সবাই নিউ ইয়র্কের কুইন্সের বাসিন্দা। তারা সবাই গাড়িতে করে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে।

Post a Comment

Previous Post Next Post